Wellcome to National Portal
বস্ত্র অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০২৪

পটভূমি

পটভূমি

সম্ভাবনাময় বস্ত্র শিল্পের উন্নয়ন, বিকাশ ও সম্প্রসারনের লক্ষ্যে বস্ত্র খাতের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন এবং বস্ত্র শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে ১৯৭৮ সালে বস্ত্র পরিদপ্তর সৃষ্টি করা হয়। বাংলাদেশের বস্ত্র শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে মুখ্য ভূমিকা পালন করছে এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৪% বস্ত্রখাত হতে অর্জিত হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখ রয়েছে যে, ‘‘বস্ত্র শিল্প খাতকে নিরাপদ, শক্তিশালী এবং প্রতিযোগিতায় সক্ষম করে তোলা’’। ইহা সরকারের রূপকল্প। সরকারের রূপকল্প বাস্তবায়নের অঙ্গীকার মোতাবেক মিশন প্রস্তুত, অনুরূপভাবে উদ্দেশ্য ও কার্যাবলী নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান ও বিকাশমান বস্ত্র শিল্প কারখানার জন্য মান সম্মত বস্ত্র উৎপাদনে দক্ষ বস্ত্র প্রযুক্তিবিদ প্রয়োজন। এ চাহিদা পূরণের লক্ষ্যে বস্ত্র অধিদপ্তর সরকারি পর্যায়ে স্বল্প খরচে ৪১ টি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, ১১টি টেক্সটাইল ডিপ্লোমা ইন্সটিটিউট এবং ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মাধ্যমে বস্ত্র খাতের জন্য দক্ষ শ্রমিক, সুপারভাইজার, ডিপ্লোমা প্রযুক্তিবিদ সর্বোপরি স্নাতক পর্যায়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করে দক্ষ Need based জনশক্তি বস্ত্র শিল্প কারখানায় সরবরাহ করছে। বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে ৬২৪০ জন প্রযুক্তিবিদ বের হচ্ছে। এ সকল প্রযুক্তিবিদ বিদ্যমান বস্ত্র শিল্প কারখানায় কর্ম খুঁজে পাচ্ছে এবং উন্নত মানের বস্ত্র উৎপাদনে অবদান রাখছে। বর্তমান অর্থনীতিতে ইহা চালিকাশক্তি হিসাবে কাজ করছে। অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠিত সকল বস্ত্র শিল্প বিষয়ক কারিগরি ও টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি, আধাসরকারি খাতে প্রতিষ্ঠিত একই প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করণার্থে বস্ত্র অধিদপ্তর বস্ত্র সম্পর্কিত শিক্ষা কারিকুলাম প্রণয়নে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় সমূহের সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করছে। বস্ত্র অধিদপ্তর সামগ্রিক ভাবে বস্ত্র খাতে কি পরিমান দক্ষ জনবল প্রয়োজন তা নির্ধারন করে চাহিদা ভিত্তিক বস্ত্র খাতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছে এবং স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে বস্ত্র শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের জন্য চলমান প্রকল্প ১৬৯৮ কোটি টাকা। ভবিষ্যতে দক্ষ জনবলের চাহিদা মিটিয়ে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির উদ্যোগ সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে। বস্ত্র অধিদপ্তর বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষ হিসাবে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের যাবতীয় কাজ ২৬/০৫/২০১৩ হতে পুনরায় শুরু করেছে। উক্ত কাজ অতি দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। এ শিল্পের উন্নয়ন ও বিকাশে শিল্প উদ্যোক্তদেরকে শিল্প স্থাপনে কারিগরি পরামর্শ ও প্রযুক্তিগত দিক নির্দেশনা দিয়ে সেবা দিচ্ছে। বস্ত্র অধিদপ্তর বস্ত্রখাতের সাথে সম্পৃক্ত সকল সংস্থা/স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন করে বস্ত্র শিল্পকে স্থিতিশীল রাখার কার্যক্রম গ্রহণ ও দ্রুততম সময়ে সেবা প্রদান করে থাকে। নিবন্ধিত বস্ত্র শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কমপ্লায়েন্স পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণে যথাসাধ্য চেষ্টা করছে। বস্ত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতে বস্ত্র অধিদপ্তর আরও গতিশীল ভূমিকা রাখবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

অফিসসমুহঃ

(ক) বস্ত্র অধিদপ্তর, প্রধান কার্যালয়, বিটিএমসি ভবন (১০ম তলা), ৭-৯, কাওরান বাজার, ঢাকা-১২১৫

E-mail Address   :            textiledepartment01@gmail.com

Phone Number   :           +88 02 9138661

Fax Number      :           +88 02 9113545

(খ) বিভাগীয় কার্যালয় : ০৪টি

(১)  বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, বিটিএমসি ভবন (১২ম তলা), ৭-৯, কাওরান বাজার, ঢাকা-১২১৫, ফোন : ০২-৮৬১০১১২।

(২)  বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, সরকারী অফিস ভবন-১, আগ্রাবাদ, চট্রগ্রাম, ফোন : ০৩১-৭২৪৫৮৪।

(৩)  বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, বিশ্বরোড, লবণচরা,খুলনা, ফোন : ০৪১-৭২১৯৪০।

(৪)  বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, ৩১৫ কাজিহাটা, রাজশাহী, ফোন : ০৭২১-৭৭২৫১৮।

 

(গ) জেলা কার্যালয় : ০৫টি

(১)  জেলা বস্ত্র অধিদপ্তর, দিলালপুর, পাবনা, ফোন : ০৭৩১-৬৬০৭৬;

(২)  জেলা বস্ত্র অধিদপ্তর, আকুর-টাকুর পাড়া, টাংগাইল সদর, ফোন: ০৯২১-৬৩৬৮৪;

(৩)  জেলা বস্ত্র অধিদপ্তর, গাজীপুর; 

(৪)  জেলা বস্ত্র অধিদপ্তর, নারায়ণগঞ্জ;

(৫) জেলা বস্ত্র অধিদপ্তর, বিলাসদী নরসিংদী।

 

(ঘ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজঃ ০৯টি        

ক্রঃনং

প্রতিষ্ঠানের নাম

০১.

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়ীয়া,পাবনা।

০২.

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,সি এন্ড বি, রোড, বরিশাল।

০৩.

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী।

০৪.

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ,চট্টগ্রাম।

০৫.

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

০৬.

ড.এম,এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,পীরগঞ্জ,রংপুর।

০৭

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতি, টাংগাইল

০৮

শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।

০৯ শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর

                                         

  (ঙ) টেক্সটাইল ইনস্টিটিউটঃ ১১টি

ক্রঃনং

প্রতিষ্ঠানের নাম

০১.

টেক্সটাইল ইনস্টিটিউট, বায়েজিদ, চট্টগ্রাম;

০২.

টেক্সটাইল ইন্সটিটিউট,বাজিতপুর, টাংগাইল ;

০৩.

টেক্সটাইল ইন্সটিটিউট, রামাইগাছি, নাটোর;

০৪.

টেক্সটাইল ইন্সটিটিউট, আলমনগর, রংপুর;

০৫.

টেক্সটাইল ইন্সটিটিউট, দিনাজপুর সদর, কসবা, দিনাজপুর;

০৬.

শহীদ আবদুর রব শেরনিয়াবাত টেক্সটাইল ইন্সটিটিউট, গৌরনদী,বরিশাল;

০৭.

টেক্সটাইল ইন্সটিটিউট, লবনচড়া,খুলনা;

০৮

ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট ;

০৯

শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউট, মান্দা;

১০

বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জি: ইন্সটিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ।

১১ শেখ রাসেল টেক্সটাইল ইন্সটিটিউট, মাদারগঞ্জ, জামালপুর

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon