Wellcome to National Portal
বস্ত্র অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২৪

বস্ত্র অধিদপ্তরের কার্যাবলী

 

বস্ত্র অধিদপ্তরের মূল কর্মকান্ড মূলত:-

১. বস্ত্রসহ কৃত্রিম, বিশেষায়িত যান্ত্রিক তাঁত পণ্যের আভ্যন্তরীণ ও বহিঃ বিপননের সমন্বয় সাধন এবং ইহার পরিবহন ও জাহাজিকরণ;

২. বস্ত্র পণ্য এবং ইহার বাজারজাতকরণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিষয়াদির যাবতীয় সমন্বয় সাধন;

৩. বস্ত্র সংশ্লিষ্ট সকল পরিসংখ্যান সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রকাশনা;

৪. বস্ত্র শিল্পে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়ন এবং বস্ত্র শিল্পে বিদেশীদের কর্মসংস্থান দেখভাল করা;

৫. বস্ত্র শিল্পের জন্য কারিগরি সহযোগীতা/সহায়তা প্রদান;

৬. কাঁচামালসহ বস্ত্র পণ্যের মান নিয়ন্ত্রণ, তদারকিকরণ এবং প্রত্যায়ন পত্র প্রদান;

৭. বেসরকারী খাতে বস্ত্র শিক্ষা কারখানা এবং ইহার সংশ্লিষ্ট বিষয়াদির উন্নয়ন ত্বরান্বিত করা;

৮. বস্ত্র এবং বস্ত্র পণ্যের কাঁচামালের গবেষণা, উন্নয়ন এবং উৎসাহিত করণ;

৯. বস্ত্র শিক্ষা কারখানা এবং বস্ত্র পণ্য সংক্রান্ত বিষয়াদি;

১০. বস্ত্র কারিগরি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং বস্ত্র খাতে মানবসম্পদ উন্নয়ণ;

১১. বস্ত্র ও বস্ত্র পণ্যের তদারকিকরণ এবং নিয়ন্ত্রণ;

১২. দেশের প্রাথমিক বস্ত্র খাতের কারিগরি মূল্যায়ন সংক্রান্ত বিষয়াদি;

১৩. সহযোগী বস্ত্র প্রক্রিয়াকরণ কারখানা, তৈরী পোশাক এবং প্রাথমিক বস্ত্র কারখানার জন্য সুযোগ সুবিধা প্রদান করা;

১৪. বস্ত্র, বস্ত্র পণ্যের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিংকেজ সংক্রান্ত বিষয়াদি;

১৫. বস্ত্র শিল্পে পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন;

১৬. বস্ত্র খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।

 
পোষক কর্তৃপক্ষ (Sponsoring Authority) হিসেবে কাজ
১। বস্ত্রশিল্পের প্রস্তাবিত ও বিদ্যমান নিবন্ধন এবং নবায়ন
২। বায়িং হাউজ নিবন্ধন ও নবায়ন
৩। নিবন্ধন সংশোধন
৪। ১ম, ২য় এবং ৩য় এডহক  ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) জারির সুপারিশ;
৫। ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) নিয়মিতকরণের সুপারিশ;
৬। আমদানীকৃত মেশিনারিজ ছাড়করণের সুপারিশ;
৭। মেশিনারিজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট (আইপি) জারির সুপারিশ;
৮। কাঁচামাল আমদানির লক্ষ্যে ইউটিলাইজেশন পারমিট (ইউপি) জারির সুপারিশ;
৯। বিদেশি নাগরিকদের ই-ভিসা/ওয়ার্ক পারমিট এর সুপারিশ;
১০। বিদেশি উদ্যোক্তাদের প্রাইভেট ইনভেস্টর (পিআই) ভিসা ও ওয়ার্ক পারমিট এর সুপারিশ;
১১। ডেফার্ড পেমেন্ট এর সুপারিশ;
১২ বৈদেশিক ঋণের অনাপত্তি;
১৩। কম্পোজিট সার্টিফিকেট এর জন্য প্রত্যয়ন;
১৪। বন্ড লাইসেন্সে এইচএস কোড সংযোজন;
১৫। ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসিতে)  আমদানি স্বত্ত্ব হ্রাস/ বৃদ্ধির জন্য সুপারিশ।