বস্ত্র অধিদপ্তরের মূল কর্মকান্ড মূলত:-
১. বস্ত্রসহ কৃত্রিম, বিশেষায়িত যান্ত্রিক তাঁত পণ্যের আভ্যন্তরীণ ও বহিঃ বিপননের সমন্বয় সাধন এবং ইহার পরিবহন ও জাহাজিকরণ;
২. বস্ত্র পণ্য এবং ইহার বাজারজাতকরণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিষয়াদির যাবতীয় সমন্বয় সাধন;
৩. বস্ত্র সংশ্লিষ্ট সকল পরিসংখ্যান সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রকাশনা;
৪. বস্ত্র শিল্পে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও উন্নয়ন এবং বস্ত্র শিল্পে বিদেশীদের কর্মসংস্থান দেখভাল করা;
৫. বস্ত্র শিল্পের জন্য কারিগরি সহযোগীতা/সহায়তা প্রদান;
৬. কাঁচামালসহ বস্ত্র পণ্যের মান নিয়ন্ত্রণ, তদারকিকরণ এবং প্রত্যায়ন পত্র প্রদান;
৭. বেসরকারী খাতে বস্ত্র শিক্ষা কারখানা এবং ইহার সংশ্লিষ্ট বিষয়াদির উন্নয়ন ত্বরান্বিত করা;
৮. বস্ত্র এবং বস্ত্র পণ্যের কাঁচামালের গবেষণা, উন্নয়ন এবং উৎসাহিত করণ;
৯. বস্ত্র শিক্ষা কারখানা এবং বস্ত্র পণ্য সংক্রান্ত বিষয়াদি;
১০. বস্ত্র কারিগরি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং বস্ত্র খাতে মানবসম্পদ উন্নয়ণ;
১১. বস্ত্র ও বস্ত্র পণ্যের তদারকিকরণ এবং নিয়ন্ত্রণ;
১২. দেশের প্রাথমিক বস্ত্র খাতের কারিগরি মূল্যায়ন সংক্রান্ত বিষয়াদি;
১৩. সহযোগী বস্ত্র প্রক্রিয়াকরণ কারখানা, তৈরী পোশাক এবং প্রাথমিক বস্ত্র কারখানার জন্য সুযোগ সুবিধা প্রদান করা;
১৪. বস্ত্র, বস্ত্র পণ্যের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিংকেজ সংক্রান্ত বিষয়াদি;
১৫. বস্ত্র শিল্পে পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন;
১৬. বস্ত্র খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।